মন্দিরের ভেতরেই কিশোরীদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠেছে পুরোহিতের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে সত্তরোর্ধ্ব ওই পুরোহিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের তামিলনাড়ুর থেনি জেলার পেরিআয়াকুলাম এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ওই প্রতিবেদনে জানা যায়, কয়েকজন শিশু মন্দিরের বাইরে খেলছিল। তখন মন্দিরের পুরোহিত এসে প্রসাদের মিষ্টি দেওয়ার লোভ দেখিয়ে তাদের ভেতরে ডেকে নিয়ে যান। এরপর ওই শিশুদেরই দলে থাকা এক নাবালিকাকে তিনি যৌন নির্যাতন করেন বলে অভিযোগ।
ওই নাবালিকা পুরো ঘটনার কথা বাড়িতে জানালে মেয়েটির পরিবার ও অন্যান্য আত্মীয়স্বজন মন্দির এলাকায় জড়ো হন। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। মন্দির চত্বরে জড়ো হন স্থানীয়রাও। ভয়ে মন্দিরের গেটে তালা লাগিয়ে ভেতরেই লুকিয়ে ছিলেন পুরোহিত। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। তবে এমন অভিযোগ এবারই প্রথমবার নয়, এর আগেও নাকি তিনি এমন কাজ করেছেন।